কুড়িগ্রামে বন্যাক্রান্ত এলাকায় ১১টি ভ্যাটেনারী মেডিকেল টীম
ষ্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের বন্যাক্রান্ত এলাকার গবাদী পশুগুলোর দিকে নজরদারীর জন্য ১১টি ভ্যাটেনারী মেডিকেল টীম কাজ করছে। এসকল টীম বন্যাক্রান্ত এলাকার গবাদী পশু রোগাক্রান্ত হলে তাৎক্ষনিকভাবে ভ্যাকসিন দিচ্ছে এবং গবাদী পশু পালনকারী ব্যক্তিদের প্রয়োজনীয় পরামর্শ ও ঔষুধ প্রদান করছে।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে- চলমান বন্যায় কুড়িগ্রামের ৯ উপজেলার ৪১টি বন্যাক্রান্ত ইউনিয়নে গরু রয়েছে ১৮শ ১৪টি, মহিষ রয়েছে ৩৫টি, ছাগল রয়েছে ১হাজারটি, ভেড়া রয়েছে ৬শ’ ৩৪টি মুরগী রয়েছে ৩ হাজার ২১টি ও হাঁস রয়েছে ১৮শ’ ৫৬টি। এখন পর্যন্ত বন্যাক্রান্ত এলাকায় গবাদী পশু মারা যাবার কোন খবর পাওয়া যায়নি।
আজ সোমবার কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ এনামুল হক জানিয়েছেন- বন্যাক্রান্ত এলাকায় আমাদের ভেটেনারী মেডিকেল টীম সার্বক্ষনিক রয়েছে। এই মহুর্তে উচিত হবে- বাঁশ পাতা, শুকনা খর মজুদ রেখে গবাদী পশুকে খাওয়ানো। এছাড়ও গবাদীগুলিকে উঁচু শুকনা স্থানে রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে।