উলিপুরে শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নারায়ণগঞ্জ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়ায় এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অসহায় ওই শিক্ষার্থী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী শিক্ষার্থী এর প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের খোয়াজ খামার গ্রামে।
জানা গেছে, করোনা ভাইরাসের হট স্পট হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি খোয়াজ খামার গ্রামের নুর ইসলামের পুত্র আবু তাহেরসহ বেশ কয়েক জন গ্রামে আসেন। গ্রামে এসে তারা হোম কোয়ারেন্টিন না মেনে বউ ভাতের আয়োজনসহ বিভিন্ন স্থানে অবাধে ঘোরাঘুরি করতে দেখে একই গ্রামের আয়নাল হকের পুত্র স্থানীয় সামাজিক সংগঠন শতদলের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম তাদের হোম কোয়ারেন্টিন সম্পর্কে সচেতন করেন।
এর প্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে প্রশাসনের করোনা সচেতনতার কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট পুলিশ অফিসার উলিপুর থানার উপ-পরিদর্শক বকুল মিয়া ওই গ্রামে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। কিন্ত ওই পুলিশ কর্মকর্তা চলে যাওয়ার পর পরই ওই গ্রামের নুর ইসলাম তার পুত্র আবু তাহের, হানিফ মিয়া ও তার পুত্র ফারুক মিয়াসহ সংঘবদ্ধ একটি দল মঞ্জুরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়ে ধাওয়া করে। এ সময় তিনি কোন রকম পালিয়ে আত্মরক্ষা করলেও দুর্বৃত্বরা তার বাড়ি ঘেরাও করে।
খবর পেয়ে ওই এলাকার ইউপি সদস্য মিন্টু অধিকারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়ভাবে বিষয়টি অ পোস করার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে ওই দিন রাতেই মঞ্জুরুল ইসলাম উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এ ঘটনায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি স্বাস্থ্য নির্দেশনা বাস্তবায়নে এগিয়ে আসা যুব সমাজের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে নূর ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছোট ছোট ছেলে উল্টা-পাল্টা কথা বলে কেন এজন্য একটু ধমক দিয়েছি।
ইউপি সদস্য মিন্টু অধিকারী বলেন, ২/৩ দিন আগে কয়েকটা বাড়িতে বেশ কয়েক জন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তারা সামাজিক দূরত্ব এবং কোয়ারেন্টিন মানছেন না। এ ব্যাপারে স্থানীয় যুব সমাজ তাদের বুঝিয়ে বাাড়তে থাকার পরামর্শ দিলে উল্টো তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল তারা।
সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, বিষয়টি আমিও জেনেছি। আজ (মঙ্গলবার) দুপুরে এ ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।